“শেখার জন্য এসো সেবার জন্য যাও” এই স্লোগানকে সামনে রেখে আমরা পথ চলছি সেই ১৯৭৪ ইং সাল থেকে আজ পর্যন্ত। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল যশোর জেলার কেশবপুর উপজেলায়, বড়েঙ্গা গ্রামে বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে।