বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠ

কেশবপুর, যশোর

স্থাপিতঃ ১৯৭৪ খ্রি: কোডঃ ৬৩৮৮

বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠ

কেশবপুর, যশোর

স্থাপিতঃ ১৯৭৪ খ্রি: কোডঃ ৬৩৮৮

অধ্যক্ষের বাণী

“শেখার জন্য এসো সেবার জন্য যাও” এই স্লোগানকে সামনে রেখে আমরা পথ চলছি সেই ১৯৭৪ ইং সাল থেকে আজ পর্যন্ত। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল যশোর জেলার কেশবপুর উপজেলায়, বড়েঙ্গা গ্রামে বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে। বিদ্যালয়টি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আজো সুধী সমাজের নিকটে ব্যপক সমাদৃত। বিবেকবান মানুষ গড়ার কারিগর হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিল ১৯৭৪ সালে। মানবতার বিকাশ এবং সম্মুখী উন্নয়ন ও প্রগতিতে মননশীল, যুক্তিবাদী, কুসংস্কারমুক্ত, পরমত সহিষ্ণু, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক, কর্মকুশল নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিদ্যালয়টি সামনেরদিকে এগিয়ে চলছে। এই অগ্রতার পিছনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক,বড়েঙ্গাবাসী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

শুভকামনায় আমাদের এই, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ঐতিহ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে এই প্রত্যাশা করি সকলের কাছে।

মধুসূদন চক্রবতী

প্রধান শিক্ষক

বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে

বড়েঙ্গা, কেশবপুর, যশোর।

 

Scroll to Top